আদিবাসী অধ্যুষিত কদমহিড়ে শীতবস্ত্র বিতরণ।
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বাংলা -ঝাড়খন্ড সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত মহম্মদবাজার ব্লকের কদমহিড় গ্রামে সিউড়ির তৃপ্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয় বৃহস্পতিবার। এছাড়াও কদমহিড় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সোয়েটার বিতরণ করা হয়। কদমহিড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী,কদমহিড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ আর্চায্য, তৃপ্তি ফাউন্ডেশনের কর্ণধার তৃপ্তি মুখার্জি প্রমুখ। আদিবাসী নৃত্যের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। সম্মাননা জানানো হয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী কে।স্বাগত ভাষণে বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই উদ্যোগ কে স্বাগত জানান। এদিন প্রায় দেড় শতাধিক মানুষকে কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দুপুরের খাবার খাওয়ানো হয়।শীত বস্ত্র পেয়ে খুব খুশি আদিবাসীরা। তৃপ্তি ফাউন্ডেশনের কর্ণধার তৃপ্তি মুখার্জি জানান, প্রতি বছর নানা সামাজিক কর্মসূচি করি। এবছর আদিবাসী অধ্যুষিত কদমহিড় গ্রামে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি প্রায় ৪০০ জনকে মধ্যাহ্ন ভোজন করানো হয়।