সাধন মন্ডল ,
আদিবাসী একতা মঞ্চের উদ্যোগে রায়পুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলসহ পঁচিশ দফা দাবীতে গন ডেপুটেশন দেওয়া হল।। ডেপুটেশনের আগেই সশস্ত্র বিশাল মিছিল রায়পুর বাজার পরিক্রমা করে বিডিও অফিস প্রাঙ্গণে উপস্থিত হয়। আদিবাসী নেতা তথা শিক্ষক বিপ্লব সরেন বলেন আদিবাসীদের বিভিন্নভাবে বঞ্চিত করে রাখা হচ্ছে। এলাকার সামগ্রিক উন্নয়ন, আদিবাসী হোস্টেলগুলো অবিলম্বে চালু করা সহ পঁচিশ দফা দাবি সম্বলিত স্মারকপত্র আমরা রায়পুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দাস এর হাতে তুলে দিয়েছি উনি দাবিগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।