আদিবাসী ও পাশ্চাত্য স্টাইলের মেলবন্ধন ঘটালো ‘আকার’

Spread the love

আদিবাসী ও পাশ্চাত্য স্টাইলের মেলবন্ধন ঘটালো ‘আকার’

‘আকার’ এর দ্বিতীয় বার্ষিক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার আইসিসিআর এ। ৯ আগস্ট শনিবার, ‘ফ্যাশনের ইতিকথা’ শীর্ষক এই শোয়ে, পাশ্চাত্য স্টাইলের সঙ্গে পূর্ব ভারতের আদিবাসীদের পোশাক ও জীবনযাপন তুলে ধরেছেন ‘আকার’ এর কর্ণধার অদিতি দত্ত।

চারটে রাউন্ড ছিল এই শোয়ে। পঁয়ত্রিশ জন নারী ও পুরুষ মডেল অদিতি দত্তর তৈরি পোশাক পরে ব়্যাম্পে হাঁটেন। এছাড়াও আরো একটা রাউন্ড ছিল, যেখানে বিখ্যাত মানুষেরা ব়্যাম্পে হাঁটেন। শিল্পী সুব্রত করের তৈরি একটি ট্যাবলো প্রদর্শিত হয় এই শোয়ে।

‘আকার’ এর কর্ণধার অদিতি দত্ত জানিয়েছেন, “এই ফ্যাশন শোয়ের উদ্দেশ্য হলো মুন্ডা, খোন্দ, সাঁওতাল ও কাচারি জনজাতির শিল্পের মূল ধারার সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেওয়া। সেই সঙ্গে এই শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া এবং এই সব মানুষদের জীবিকার উপায় করে দেওয়া।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্ডিত মল্লার ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *