আদিবাসী ভাষা দিবসে নানান উৎসবে মেতেছে জঙ্গলমহল
। সাধন মন্ডল বাঁকুড়া:- সাঁওতালি ভাষা দিবসে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে সারা রাজ্যজুড়ে পিছিয়ে নেই জঙ্গলমহল। জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের আদিবাসী মূলনিবাসী মঞ্চের উদ্যোগে আজ বাগজাতা মোড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হল। অনুষ্ঠানের শুরুতে পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সময় ছবি তারাশঙ্কর মহাপাত্র। শিলচর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু মুর্মু। বিশিষ্ট সমাজসেবী অসিত বরণ নাগ কল্যাণ প্রসাদ মিশ্র। সহ আদিবাসী ও আদিবাসী সমাজের বিশিষ্ট মানুষজন। এদিন অনুষ্ঠান মঞ্চে অলচিকি লিপি ও সাঁওতালি ভাষা নিয়ে বিশদ বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র ও জামাকাপড় তুলে দেওয়া হয় বলে জঙ্গলমহল মূল নিবাসী মঞ্চের সভাপতি প্রসেনজিৎ মন্ডল জানান। এছাড়া সংগঠনের সম্পাদক রবীনাথ মান্ডি বলেন আমরা কয়েক বছর ধরে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছি সাথে সাথে কিছু সামাজিক কাজকর্ম করে চলেছি। গত বৎসর আমরা এদিন এই উপলক্ষে রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও সংবর্ধনা সবার আয়োজন করেছিলাম। এবারে দুশতাধিক অসহায় মানুষের হাতে জামা কাপড় তুলে দিলাম। ভাষা বিজয় দিবস উপলক্ষে বাগজাতা মোড়ে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।