আদিবাসী ভাষা দিবস উদযাপনের প্রস্তুতি জোর কদমে জঙ্গলমহলে
। সাধন মন্ডল বাঁকুড়া:——আগামী বাইশে ডিসেম্বর আদিবাসীদের ভাষা দিবস এই ভাষা দিবস উপলক্ষে আদিবাসী কবি লেখক ও অলচিকি লিপির স্রষ্টা পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তি পরিষ্কারের কাজ চলছে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের বাগজাতা মোড়ে। যার তত্ত্বাবধানে রয়েছেন আদিবাসী এ কতা মঞ্চের প্রতিষ্ঠাতা, জঙ্গলমহল আদিবাসী মূলনিবাসী মঞ্চের সভাপতি তথা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিমবঙ্গ রাজ্য গডেৎ রবীনাথ মান্ডি । এ প্রসঙ্গে রবিবাবু বলেন দীর্ঘ লড়াই আন্দোলনের পর আমরা আমাদের এই দাবি আদায় করতে পেরেছি। কেন্দ্রীয় সরকার আমাদের এই দাবিকে মান্যতা দিয়েছেন যথাযোগ্য মর্যাদায় আমরা এই দিনটি পালন করে থাকি এবারও তার ব্যতিক্রম হবে না ।বিশিষ্ট কবি সাহিত্যিক ও মনীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি আমাদের ২২ তম বর্ষের ভাষা দিবস উদযাপন তাঁর সাথে হাসা দিবস পালন।