আধার কার্ড বাতিলের চিঠি ভাতাড়ে, চাঞ্চল্য

Spread the love

সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) জামালপুরের পর এবার পূর্ব বর্ধমানের ভাতারে আধার কার্ড বাতিলের চিঠি ঘিরে শোরগোল পড়েছে। ভাতারের রামচন্দ্রপুর ২ নম্বর কলোনির এক বাসিন্দার বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছেছে।

ভাতারের মাহাতা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর ২ নম্বর কলোনির বাসিন্দা অমল রায়ের বাড়িতে ডাকযোগে আধার কার্ড বাতিলের চিঠি আসে। অমলবাবু বাড়িতে না থাকায় তাঁর স্ত্রীর শোভা রানী রায়ের হাতে এই আধার কার্ড বাতিলের চিঠি দেওয়া হয়। আর এই চিঠি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অমল বাবুর পরিবারসহ স্থানীয় মানুষজন। অমল রায়ের স্ত্রী শোভারানী রায় বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ভাতারের মাহাতা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর ২ নম্বর কলোনির নতুন পাড়ায় বসবাস করছেন। কয়েক বছর ধরে তিনি স্কুলে মিড ডে মিলের রান্না করছেন। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধাও পাচ্ছেন তাঁর পরিবার। সরকারি আবাস যোজনা প্রকল্পের একটি বাড়িও পেয়েছেন তারা। শোভারানী দেবীর স্বামী অমল রায় তিনি গুজরাটে আত্মীয়ের বাড়ি গেছেন। স্বামী বাড়িতে না থাকাই শোভারানী দেবী আধার বাতিলের চিঠি হাতে নিয়ে হন্য হয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন। ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকেও বিষয়টি জানানো হয়েছে। শোভারানী দেবীর দাবি, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তারা রামচন্দ্রপুর ২ নম্বর কলোনি নতুনপাড়া এলাকায় বসবাস করছেন। আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে রীতিমতো আতঙ্কিত তাঁর পরিবার। জানা গেছে, ভাতারের মাহাতা গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর ২ নম্বর কলোনিতে প্রায় ৩০টি পরিবার বসবাস করছে। স্থানীয় বাসিন্দা তাপস কুমার গায়েন বলেন , রামচন্দ্রপুর ২ নম্বর কলোনি নতুনপাড়ায় একজনের বাড়িতে আধার বাতিলের বাতিলের চিঠি এসেছে কাল আমাদের সকলের বাড়িতে চিঠি আসবে এই শঙ্কা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *