‘আনন্দম’ এর জন্মদিন উদযাপন

Spread the love

‘আনন্দম’ এর জন্মদিন উদযাপন

বনি সিংহ : পশ্চিমবঙ্গের বহু সাংস্কৃতিক সংগঠনগুলির মধ্যে কলকাতার অন্যতম একটি সাংস্কৃতিক সংস্থা ‘আনন্দম’। রবিবার ১০ই আগস্ট ছিল এই ‘আনন্দম’এর অষ্টম বর্ষের জন্মদিন। এই উপলক্ষে মঙ্গলবার ১২ই আগস্ট ২০২৫ ‘আনন্দম’ সংস্থার পক্ষ থেকে জন্মদিন উদযাপন করলেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে। কবিতা, গানে রবি ও সুকান্ত স্মরণ এবং বর্ষারানী ও বর্তমান সময় এর উপর সন্ধ্যাটি ছিল একরাশ কবিতা, শ্রুতি নাটক, নাচ ও গানে ভরপুর। অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক ত্রিলোচন ভট্টাচার্য। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন তৃপ্তি ব্যানার্জি সহ অন্তরা, সুমিতা, আত্রেয়ী, জয়শ্রী, জয়ন্তী,শোভালী, দোলন, মৌসুমী, স্মিতা, শম্পা ও কিশোর নস্কর। এছাড়া আনন্দমের শিল্পীদের মধ্যে ছিলেন টুন্না, সলিল, অসীম, তৃষ্ণা, রুমা, ইলা,রাকা, লিপি, পার্থ, শিপ্রা, কেয়া, রিতা, অলকানন্দা, দেবযানি, রাখি, সুজাতা, মানসী, অপর্ণা, যোগমায়া, মনীষা ও মিতালী। অনুষ্ঠানে এদিন গান গেয়ে সকলের মন জয় করে নেয় শিশু শিল্পী শীর্ষা ভট্টাচার্য। এদিন সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন রুমা মুখার্জি, শিখা,রত্না এবং সূর্যোদয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কথাকলি সোমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *