আন্তজার্তিক দুনিয়ার খ্যাতি পাচ্ছেন লেখক স্বপন কুমার নাথ

Spread the love

রাজেন বিশ্বাস,

জন্ম নদীয়ার বেথুয়াডহরি। স্কুল জীবন থেকে নানা রকম লেখনীর মধ্যে পারদর্শিতা লক্ষ্য করা যায় এই মানুষটির। স্কুল জীবনের শুরু হয় বেথুয়া ডহরি জে সি এম স্কুল থেকে। পরে কলকাতার সিটি কলেজ তারপর অধ্যাপসনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এরপর দিল্লি থেকে পি এইচ ডি ডিগ্রী প্রাপ্ত করে ডিলিট নেন আমেরিকার ফ্লোরিডা থেকে।। পিতা রাস বিহারী নাথ ছিলেন ইংরেজির খ্যাতনামা শিক্ষক। তার কাছ থেকেই বহুদিন অধ্যাবসনা করে এই মুহূর্তে স্বপন কুমার নাথ লিখেছেন তিনটি ইংরেজি কাব্যগ্রন্থ। যা আজ সারা দেশ- বিদেশের সমাদৃত। সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ ফায়ার অ্যান্ড এসপিরেশন(FIRE AND ASPIRATION) যথেষ্ট চর্চিত সারা বিশ্বে।। এই কাব্যগ্রন্থে বর্তমান সময়ের বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেছেন এই কাব্যিক। এই কাব্য প্রকাশিত হওয়ার পর তিনি পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার। ডক্টর স্বপন কুমার নাথের এই কাব্য শুধু উত্তর ২৪ পরগনায় নয় সমগ্র রাজ্যের সাহিত্যকে করেছে সমৃদ্ধ । কাব্যিক মনে করেন খুরদার লেখনি পারে সমাজকে সমস্যা থেকে মুক্তি দিতে। সে কারণেই তিনি লিখে যেতে চান এরকম বহু লেখনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *