আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার পদক জয়ীদের সম্বর্ধনা
পারিজাত মোল্লা,
(১০ই আগস্ট, ২০২৫) বর্ধমানের বি.সি. রোডের ওপর অবস্থিত সঙ্গম ম্যারেজ হলে “নবম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫ – ইন্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ” এর পদক বিজয়ীদের দ্য মার্শাল আর্টস একাডেমি সেইসিনকাই বর্ধমানের পক্ষ থেকে প্রশংসাপত্র ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশিস কুমার মন্ডল জানান, “আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় বর্ধমানের ৪৩জন প্রতিযোগী ৭টি সোনা, ১২টি রুপো এবং ৩২টি ব্রোন্জ পদক সহ মোট ৫১টি পদক জয় করেছে। এই সাফল্যে আমরা খুব গর্বিত, আনন্দিত ও উচ্ছসিত।” উল্লেখ্য, অয়ন্তিকা সাহা দুটি স্বর্ণপদক এবং সম্বুদ্ধা বাগচি, বৈদ্যুতি মন্ডল, শ্রেয়শী ঘোষ ও অর্পা সিং একটি করে স্বর্ণপদক জয়লাভ করেছে।