আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সত্যানন্দ শিশুভারতী বিদ্যালয়ের, দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত সত্যানন্দ শিশুভারতী বিদ্যালয়ের পক্ষ থেকেও দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ ভাবে পালন করা হয়। এদিন বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ে একটি সুসজ্জিত ট্যাবলো সহযোগে সাদা পোশাকে ছাত্র-ছাত্রীরা মাথায় টুপি, বুকে ব্যাজ সহ বাংলা ভাষায় বিভিন্ন পোস্টার হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পড়ুয়াদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাড়াও অভিভাবক অভিভাবিকা, দুবরাজপুর নাগরিক সমিতির পদাধিকারীবৃন্দ, সদস্য ও সদস্যারাও পা মেলান। পরবর্তীতে ভাষা দিবসের গুরুত্ব , বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট জনেরা। ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই এদিন সত্যানন্দ শিশুভারতী বিদ্যালয়ের পত্রিকা ‘সৃষ্টি’ প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর নাগরিক সমিতির কোষাধ্যক্ষ কিশোর আগরওয়াল, সত্যানন্দ শিশুভারতী বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মিতুয়া মিত্র, সহ-সভাপতি ডা: সোমনাথ ধারা, সম্পাদক সন্দীপ মন্ডল, আনন্দ আশ্রমের সম্পাদক পরেশ দাস, সত্যানন্দ শিশু ভারতী বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীনূপুর চক্রবর্তী, শিক্ষিকা দেবযানী মণ্ডল প্রাক্তন শিক্ষিকা সুরভী বকশি, শিক্ষক তন্ময় দে প্রমুখ। বিশেষ উল্লেখ্য ভাষা দিবসের অনুষ্ঠানে সদ্যপ্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার বিখ্যাত সৃষ্টি ‘আমি বাংলায় গান গাই’ গানটি সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষ হয়।