আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস ও সাইবার ক্রাইম সংক্রান্ত আলোচনাসভা
সেখ সামসুদ্দিন, ৩০ জুলাইঃ রবিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও বর্ধমান রাজ কলেজ এন এস এস বিভাগ ও বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় বর্ধমান রাজ কলেজের সভাগৃহে আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস ও সাইবার ক্রাইম নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক রাকেশ চৌধুরী, বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায়, বর্ধমান থানার আই.সি সুখময় চক্রবর্তী, বর্ধমান সাইবার ক্রাইমের সেলের ওসি, মানসিক বিশেষজ্ঞ ডঃ সৌমিক ঘোষ এবং রাজ কলেজের বটানি বিভাগের প্রধান ডঃ প্রদীপ কুমার ব্যানার্জি ও ১৫০ জন এন এস এস ভলেন্টিয়ার ও কলেজের ছাত্রছাত্রীরা। আয়োজকদের তরফে বর্ধমান রাজ কলেজ এন এস এস এর প্রোগ্রাম অফিসার হেমন্ত নবনিত রাম ও সদস্য সুরজ ঘোষ ও অহনা ব্রম্ভচারী জানান আজকের দিনে মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহার এর প্রবণতা বেড়ে চলেছে এবং চাকরির লোভ দেখিয়ে এবং উন্নত জীবন যাপন প্রলোভন ও স্বপ্ন দেখিয়ে বিদেশে যেভাবে পাচারের সংখ্যা বেড়ে চলেছে ও উপরন্তু “সাইবার ক্রাইম” এর সংখ্যাও বেড়ে চলেছে। এই সমস্যা থেকে কী ভাবে বেরিয়ে আসা যাই, তা নিয়েই কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে এই আলোচনা সভার মাধ্যমে সচেতনতা বার্তা দেওয়া হয়।