আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন ২০২৫, সিউড়ীতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
১৯৬৬ সালে ইউনেস্কো ৮ ই সেপ্টেম্বর দিনটিকে “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” হিসেবে ঘোষণা করা হয়। দিবসটির লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। এদিন সারা বিশ্বের সঙ্গে জেলা সদর সিউড়ীতেও বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিবসটি।
সিউড়ী ডি আর ডি সি সভাকক্ষে
আয়োজিত অনুষ্ঠানে সিউড়ীর মূকবধির স্কুল ও শ্রী অরবিন্দ ইন্সটিটিউট ফর সাইটলেস স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করলেন জেলা সভাধিপতি কাজল সেখ সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী দের অনুরোধে গান শোনালেন জেলা সমাহর্তা বিধান রায় । একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেস, সিউড়ি। স্বাগত ভাষণ দেন অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ, বীরভূম। গান পরিবেশন করে শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেস, সিউড়ি ও শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টি দ্বীপ শিক্ষানিকেতন রামপুরহাট। নৃত্য পরিবেশন করে সিউড়ি মুখ ও বধির বিদ্যালয়ের পড়ুয়ারা। এছাড়া নাটক পরিবেশন করেন সিউড়ি স্টেট ওয়েলফেয়ার হোমের আবাসিক বৃন্দ। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সেখ, জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক গোবিন্দ ভৌমিক, ভারপ্রাপ্ত আধিকারিক সাক্ষরতা বিভাগ রামকুমার মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।জেলা সভাধিপতি কাজল সেখ বলেন ২০১১ সালের প্রাক্কালে যদি পরিসংখ্যান বিশ্লেষণ করি তাহলে দেখা যায় রাজ্যে তখন সাক্ষরতার হার ছিল ৭৬ শতাংশ বর্তমানে সাক্ষরতার হার ৯৮ শতাংশ তথা প্রায় ১০০ শতাংশ ছুঁই ছুঁই। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ২০১১-২০২৫ এর মধ্যে একেরপর এক শিক্ষাক্ষেত্রে তিনি অভাবনীয় পরিবর্তন করেছেন। একেরপর এক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করেছেন যার জন্য বাংলা এগিয়ে যাচ্ছে। বাংলা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে এটাই আমাদের বিশ্বাস।