আবাস যোজনার সার্ভের কাজে আশা কর্মীদের নিযুক্তির প্রতিবাদে ডেপুটেশন, দুবরাজপুরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের দিয়ে আবাস যোজনার সার্ভের কাজে নিযুক্ত করার প্রতিবাদে ব্লক, জেলা থেকে শুরু করে রাজ্যস্তর অবধি বিক্ষোভ ডেপুটেশন চলছে প্রতিটি এলাকায় । অনুরূপ মঙ্গলবার দুবরাজপুর ব্লকের দশটি পঞ্চায়েতের ২০৫ জন আশা কর্মী দুবরাজপুর গ্রামীন হাসপাতালে বিক্ষোভ মিছিল করে ব্লক স্বাস্থ্য মেডিকেল অফিসারকে ডেপুটেশন জমা দিতে যান। কিন্তু জরুরি মিটিংয়ের জন্য তিনি অনুপস্থিত থাকায় ব্লক সেক্রেটারী ইন্সপেক্টর সন্দীপ ব্যানার্জিকে সেই ডেপুটেশন প্রদান করেন।
জিন্নাতারা বিবি নামে এক আশা কর্মী জানান, আশা কর্মীদের যে আবাস যোজনার সার্ভে দেওয়া হয়েছে সেই সার্ভে আশা কর্মীরা করতে রাজি নয়। আমাদের যখন নিয়োগ করা হয়েছিল তখন বলা হয়েছিল মা এবং শিশুর পরিষেবা দেওয়ার জন্য। কিন্তু এর বাইরে এসব কাজ কেন দেওয়া হচ্ছে। আবাস যোজনার যে তালিকা আগে থেকে তৈরি হয়েই আছে আর যদি দিতে হয় আমাদের তাহলে আগে কেন দিল না। আশা কর্মীরা যখন হাঁড়ির খবর পর্যন্ত রাখে তাহলে তাঁরাই তো জানবে কে পাওয়ার যোগ্য এবং কে পাওয়ার যোগ্য নয়। আবাস যোজনার তালিকা যদি তৈরি হয়েই আসে এবং সেই তালিকা থেকে যদি কোনো বাড়ি বাদ পড়ে যায় তাহলে তো আমাদের ওপরে আক্রমণ হবে।