জ্যোতিপ্রকাশ মুখার্জি,
দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর ‘হামলা’র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে পশ্চিম মঙ্গলকোটের চাণক গ্রামে স্হানীয় বি.জে.পি নেতা প্রণব গোস্বামী ও সুব্রত মণ্ডলের নেতৃত্বে গত ৩ রা জুলাই এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। চাণক গ্রাম থেকে মিছিল শুরু হয়ে হাসপাতাল মোড়ে শেষ হয়। মিছিলে প্রায় ১৫০ এর বেশি মানুষ পা-মেলায়।
তবে মিছিলে যোগ দেওয়া নেতা থেকে কর্মী অধিকাংশের মুখে কোনো মাস্ক ছিলনা। এমনকি নুন্যতম সামাজিক বিধি মেনে চলা হয়নি বলে অভিযোগ।
এবিষয়ে বি.জে.পির ৪৯ নং জি.পি-র সাধারণ সম্পাদক প্রসেনজিৎ লাহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন – বাইরে ছিলাম বলে সঠিক কি হয়েছে জানিনা। তবে আমফানে তৃণমূলের দূর্নীতি নিয়ে সাধারণ মানুষ এমনিতেই রেগে আছে, তার উপর রাজ্য সভাপতির উপর হামলা – হয়তো মিছিলে যোগ দেওয়া মানুষগুলি ক্ষোভে মাস্ক পড়তে ভুলে গেছে। শুনেছি মিছিলে এত ভিড় হয়েছিল যে সেটা প্রত্যাশার বাইরে ছিল। তাই হয়তো ভিড় সামলাতে গিয়ে নেতাদের মাস্ক পড়া হয়নি। যাইহোক বি.জে.পি সুশৃঙ্খল দল। ভবিষ্যতে এই ধরনের ছোটো-খাটো ভুল আর হবেনা।