আমরুল প্রাথমিক বিদ্যালয়ে ধরিত্রী দিবস উদযাপন
:–সাধন মন্ডল বাঁকুড়া:—- উদ্যোগেবাঁকুড়া জেলার ইন্দাস চক্রের আমরুল প্রাথমিক বিদ্যালয় ও “গাছ গ্রুপ” বাঁকুড়া জেলা শাখার যৌথ উদ্যোগে পালিত হলো বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন । বিশ্বমাতৃকা ধরিত্রির বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে এইরূপ আয়োজন খুবই তাৎপর্যপূর্ণ। এই উপলক্ষে আমরুল প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানও প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং আপামর গ্রামবাসী মিলিয়ে প্রায় ৩০০জন মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই ধরিত্রীর বর্তমান প্রতিকূল আবহাওয়া ও তীব্র তাপ প্রবাহ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন আমরুল প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক প্রিয়ব্রত নন্দী, মন্টু কুমার মাঝি ও বিবেকানন্দ মাঝি মহাশয়। এই প্রতিকূল আবহাওয়ায় ছাত্র-ছাত্রী তথা গ্রামবাসীদের কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত বা কেমন ভাবে জীবন যাপন করা উচিত তার বিস্তারিত ব্যাখ্যা করেন বিদ্যালয়ের অন্যতম শিক্ষক রামকৃষ্ণ মন্ডল মহাশয়। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীদের মধ্যে ওআরএস এর প্যাকেট হাতে দিয়ে অতিরিক্ত জল পান, হালকা পোশাক পরিধান এবং বেলা দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত অযথা বাইরে না বেরোনোর কথা বলেন। বিদ্যালয়ের শিশু সংসদের মন্ত্রীদের সাথে নিয়ে বিভিন্ন স্লোগান সহকারে তিনি পথ চলতি মানুষজন এবং কৃষি কাজে নিযুক্ত শ্রমজীবী মানুষদেরও এই বর্তমান তীব্র তাপ প্রবাহে নিজেদের শরীর ও স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা যায় সে বিষয়ে সচেতন করেন। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের ও গ্রামবাসীদের এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ করেন যে প্রত্যেকে বছরে অন্তত দুটি করে বৃক্ষ রোপণ ও তার প্রতিপালন করবেন। এই বৃহৎ এবং পবিত্র পরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচটি বৃক্ষ শিশু রোপনের মাধ্যমে। বৃক্ষ শিশু গুলি রোপন করেন বিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ছাত্রী ঈশিতা রুইদাস, মিষ্টি সেন ,মিনি মাঝি এবং বরিষ্ঠ গ্রামবাসী তপন কুমার বৈরাগী, গৌর চন্দ্র মাজি প্রমুখ ব্যক্তিরা। উপস্থিত ছাত্র-ছাত্রী, গ্রামবাসী ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের হাতে মূল্যবান বৃক্ষ শিশু তুলে দেন বিদ্যালয়ের অন্যতম সহ-শিক্ষক রামকৃষ্ণ মন্ডল মহাশয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন গাছ গ্রুপ বাঁকুড়া জেলা শাখার বিভিন্ন প্রতিনিধি বৃন্দ। গ্রুপের অন্যতম সদস্য সন্তোষ কুমার সেন উপস্থিত সকলকে গাছ গ্রুপে অংশগ্রহণ করে বৃক্ষরোপণ ও তাদের সঠিক পরিচর্যার মাধ্যমে ধরিত্রীর সুস্বাস্থ্য খুব শীঘ্রই ফিরিয়ে আনার কথা বলেন। শুধু বৃক্ষ রোপন বা তার পরিচর্যা নয় ধরিত্রীর জন্য স্বাস্থ্যসম্মত সমস্ত কাজেই যুব সমাজকে আরো বেশি বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। এহেন পরিবেশ উপযোগী কার্যকলাপে গ্রামবাসীরা বেজায় খুশি। বিশিষ্ট গ্রামবাসী অলক কুমার প্রামানিক ও নিখিল কুমার মন্ডল রা গাছ গ্রুপ ও আমরুল প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উপযোগী উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে গাছ গ্রুপের শ্রীবৃদ্ধি কামনা করেন। বিদ্যালয় এর পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।