আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে হাজির জেলা শাসক।
সাধন মন্ডল বাঁকুড়া:-বাঁকুড়ার ওন্দা ব্লকের মাকড়কোল প্রাথমিক বিদ্যালয় শিবিরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে হাজির হয়েছিলেন বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ। সকলে শিবির পরিদর্শন করেন এবং শিবিরে আসা উপভোক্তাদের সাথে কথা বলেন জেলা শাসক সহ আধিকারবৃন্দ। জেলাশাসক শিয়াদ এন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকারের জনমুখী প্রকল্পগুলি থেকে কোন ব্যক্তি যেন বঞ্চিত না থাকেন সেদিকে সকলের দৃষ্টি রাখা প্রয়োজন বলে জেলা সভাধিপতি অনুসূয়া রায় বলেন।