‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির পরিদর্শনে জেলাশাসক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:
গত ২ রা আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি। লক্ষ্য এলাকার ছোটখাটো সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরা এবং সেগুলি সমাধানে স্থানীয়দের সক্রিয় ভূমিকা নেওয়া। সরকারি নির্দেশ মেনে কাজ কতটুকু হচ্ছে সেটি দেখার জন্য প্রতিটি শিবির পরিদর্শনে যাচ্ছেন সরকারি আধিকারিকরা।
আসানসোল পৌরনিগমের ৯৬ নং ওয়ার্ডের অন্তর্গত হীরাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পের একটি শিবিরের আয়োজন করা হয়। সেখানে মূলত স্ট্রিট লাইট, পুকুর সংস্কার, এলাকার নিকাশী নালাগুলি মেরামত ও পরিষ্কার সহ গলিপথগুলি কংক্রিট করা ইত্যাদি বিষয় তালিকাভুক্ত করা হয়।
এই শিবির পরিদর্শনে যান পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নামবলম এস এবং মহকুমা শাসক আসানসোল (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য। এছাড়াও ছিলেন বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি।