আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে হাজির মন্ত্রী অরূপ রায়

Spread the love

আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে হাজির মন্ত্রী অরূপ রায়


সাধন মন্ডল বাঁকুড়া:—আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আজ জঙ্গলমহলে সারেঙ্গা ব্লকের আমঝোর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিবিরে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন মন্ত্রী ,ছিলেন অতিরিক্ত জেলা শাসক অরিন্দম বিশ্বাস। উদ্যান পালন বিভাগের বাঁকুড়া জেলা সভাপতি শুভাশিস বটব্যাল , খাতড়া এসডিও শুভম মৌর্য সারেঙ্গা বিডিও তমাল কান্তি সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র সহ বিশিষ্ট রা। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই সমস্ত কর্মসূচি। যা থেকে সর্বসাধারণ উপকৃত হচ্ছেন। অনেকেই এই মুখ্যমন্ত্রীর উন্নয়ন গুলি দেখতে পাননি। অথচ যারা সমালোচনা করছেন তারাই দেখা যাচ্ছে সবুজ সাথীর সাইকেল নিয়ে বিরোধীদের মিছিলে হাঁটছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন মানুষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপকৃত হবেন। এই আমি জোর গলায় বলে যাচ্ছি। বাঁকুড়া জেলা কৃষি ক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ করেছে পেঁয়াজ রসুন ও বর্তমানে আদা চাষে বাঁকুড়া পথ দেখাচ্ছে। এজন্য তিনি শুভাশিস বটব্যাল বাবুর প্রশংসা করেন। বক্তব্য রাখতে দিয়ে শুভাশিস বটব্যাল বলেন আমরা পেঁয়াজ রসুন আদা ছাড়াও বিভিন্ন মসলা চাষের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছি তালডাংরা ফার্ম থেকে আমরা জিরা চাষে সফল হয়েছি। এবার আমরা এলাকায় জিরা চাষ ব্যাপকভাবে বাড়াবো। অতিরিক্ত জেলাশাসক অরিন্দম বিশ্বাস বলেন এই দশ লক্ষ টাকা প্রতি বুথে জন্য বরাদ্দ করা হয়েছে এখানে সেরকম বড় কাজ কিছু হয়তো হবে না তবে খেয়াল রাখতে হবে যে কাজটি সর্বসাধারণের জন্য ব্যবহৃত হবে সেটিকে আগে করতে হবে। তবে সব সমস্যার সমাধান তখনই সম্ভব যখনই সকলে মিলে আলোচনা করে প্রকল্পগুলি গ্রহণ করবেন। সংক্ষিপ্ত ভাষণের পর মন্ত্রীসহ বিশিষ্টরা শিবির পরিদর্শন করেন। শিবির পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে মন্ত্রী জানান মানুষের উপস্থিতি প্রমাণ করে এই কর্মসূচিটি কতটা সাধারণ মানুষের কাছে সাফল্য নিয়ে এসেছে। মুখ্যমন্ত্রীর এটিএকটি ঐতিহাসিক প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *