আমার বাংলা মা
সুবিমল মুখার্জী (পূর্ব বর্ধমান)
বাংলাদেশে পদ্মা মায়ের
মিষ্টি জলের ঢেউ,
নীরব স্রোতে গান গাইছে
শুনছেনা তো কেউ ।।
পাহাড় নদী দোয়েল পাখী
সবুজ গাছে গাছে,
বাংলা দেশে সোনার মাটি
আলোয় ভরে আছে ।।
স্বপ্ন দিয়ে কে সাজালো
তোমার মহিমা ,
বাংলা আমার মাগো তুমি
পদ্মা আমার মা ।।
পূবের সাগর ধুইয়ে দিলো
তোমার চরণখানি ,
তোমার মুখে সূর্যালোকে
সাজিয়ে রূপের রাণী ।।
কোন আঁধারে বন মাঝারে
জোনাক জ্বালায় আলো,
মাগো, তোমার অলঙ্কারে
মঙ্গলদীপ জ্বালো ,
বুড়ী গঙ্গা কইছে কথা
সবার কানে কানে ,
শালুক ঝিনুক মনের মত
রঙিন মাছের প্রাণে ।।
ওই নদীতে পাখনা ভেজা
পানকৌড়ির ডুব ,
অতল তলে তলিয়ে গেছে
জল পাখীদের রূপ ।।
আন্দোলনের বাংলা ভাষা
বাংলা আমার মা —-
অমর শহীদ সেলাম ওগো
আমরা ভুলি না ,
তোমায় ভুলি না ।।