আমি গর্বিত আমি বাংলা ভাষী

Spread the love

আমি গর্বিত আমি বাংলা ভাষী

মৌসুমী মুখার্জী (খড়গপুর, পশ্চিম মেদিনীপুর)

বার বার জন্মাই যেন মাগো এই দেশে,
বাংলা ভাষাতেই কথা বলি যেনো, তোমায় ভালোবেসে।
ভালোবাসি তোমায় বাংলা, দেশ আমার,
জন্মেছি এই দেশে আমার অহঙ্কার।
কি করে বোঝাই বলো!!!
ঠিক কতটা তোমায় ভালোবাসি,
আমি গর্বিত ,আমি বাংলা ভাষি।
তোমার সাথে প্রথম দেখা প্রথম কথা
আধো আধো বুলি,
তোমায় প্রথম ছোঁয়া,স্লেট পেন্সিল রং তুলি।
তোমার সাথে নিত্য দেখা তোমার সাথে থাকা,
তোমায় খুব ভালোবাসি তাও এই ভাষাতেই লেখা।
তবুও তুমি হারিয়ে যাচ্ছ,বিদেশী ভাষার চাপ,
নতুন প্রজন্ম লজ্জা পায়, বাংলা ভাষা , শিখতে হবে, ভীষন অনুতাপ।
ছেলে মেয়ে শিখবে বাংলা পিছিয়ে পড়বে যে,
কনভেন্টে পড়ছে তারা বিদেশ দেবে পাড়ি
অল্পদিনেই আয়ত্তে আসবে ব্যাংক ব্যালেন্স টাকাকড়ি।
মাতৃভাষায় কথা বলা নিদারুণ অভিশাপ,
ইংলিশটাই রপ্ত হোক বাংলাটা না হয় থাক।
অথচ এই বাংলা ভাষা সন্মান দিতে
শহীদ হলো কত মানুষ, নিঃশেষে দিলো প্রাণ ।
ফেরাতে তোমার মান দিয়েছে আত্মবলিদান।
কত হাহাকার স্বজন হারানোর ব্যথা,,,
শুধু এই ভাষায় বলতে পারে যেন তারা কথা।
একুশে ফেব্রুয়ারি তাদের করে স্মরণ ,
মনে করায় শহীদদের জন্যে রচিত ব্যথা ভরা গান।
শুধু একটা দিন বরাদ্দ নয় করতে তাদের স্মরণ,,
কোথাও পাবে না খুঁজে ভাষার মান দিতে
আন্দোলনে অমর মরণ।
লিখতে চাই যে অনেক কিছু
পারছি কই,, অক্ষমতার দায়,,
রুপকথারা ডানা মেলে আসে
এই ভাষাতেই দাদু দিদার গল্পমালায়।
রবীন্দ্রনাথ, নজরুল রজনীকান্ত, অতুলপ্রসাদি গান,
এই ভাষাতেই ভাটিয়ালি বাউলের একতান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *