আমি পৃথিবী পাল্টাতে চাই
প্রদীপ কুমার মাইতি
উজ্জ্বল পৃথিবীতে আমার বসবাস।
আমার চারিদিকে প্রদক্ষিণ করছে বাতিল হয়ে যাওয়া অসংখ্য উপগ্রহ।
আমি একা, আমার মত কোটি কোটি দিশাহীন বন্ধু ও একা।
আমার চারিদিকে অন্ধকার, নিস্তব্ধ বাতাস।
আমার আলো চাই,
আমি বারেবারে লড়ে যাই।
চোখের সামনে দেখতে পাই বিচ্ছিন্ন হওয়া গ্রহগুলো ভিড় করেছে আমার আলোর সামনে,
আমি লড়েতে চাই জীবনে মরণে।
আমি ধীরে ধীরে যাব এগিয়ে
আমার গন্তব্যের সামনে গোটা পথটাই
যাবে আলোতে-আলোতে ভরিয়ে।
পেছনে পড়ে থাকবে আমার এগিয়ে চলার ইতিহাস
আমার রক্তে মিশে যাবে আমার সৃষ্টির নির্যাস।
আমার পেছনে আরো কোটি-কোটি
সৃষ্টির ইতিহাসে লড়াইয়ের পথে
ছাড়ব না এক ইঞ্চি মাটি।
গড়তে চাই একটা ইতিহাস
যেখানে থাকবে না কোন ক্ষুধার হাহাকার রাতের অন্ধকারে ভ্রাতৃঘাতী দাঙ্গায় কলুষিত হবে না রাতের আকাশ
জ্বলবেনা আগুন
থাকবে না পোড়া লাশ
এপয়েন্টমেন্ট লেটারের প্রত্যাশায় থাকা বেকার যুবকেরা বলিষ্ঠ দুহাত তুলে বলবে আমি কাজ পেয়েছি কাজ
নিরাপত্তা হীনতায় কুঁকড়ে থাকবে না আমার মা-বোন
মুছবে না কোন জায়ার সিঁথির সিঁদুর পুত্রহারা মায়ের বুকফাটা আর্তনাদ
থাকবে না কোন হতাশার হাতছানি
নেই কোন হিরোশিমা নাগাসাকি।
আমি উন্মাদ, আমি বাঁধনহারা
আমার পায়ের নিচে শক্ত হবে মাটি
আমি মাথা তুলবো আকাশের দিকে
মুক্তির স্বাদে ভরা।
আমি আলোর পথযাত্রী
পেছনে সমব্যথী কোটি কোটি
আমি মানবো না পরাজয়
মুক্তির গানে গানে রেখে যাবো অবদান
নেই ভয় আর ভয় নয়
লক্ষ শুধু জয়।
শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই
আমি পৃথিবী পাল্টাতে চাই।