আমি যে ঠকবাজ
পপি সূত্রধর (বাংলাদেশ)
শীতের কনকনে শীতল স্পর্শে তোমার
ফটো দেখে দেখে মুচকি হাসার অভ্যেসটা হয়তো একদিন কেউ ভেঙে দিতে চাইবে,
৩য় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে তার সঙ্গে,
তোমায় ভুলানোর চেষ্টায় সে অধমরা হয়ে যাবে।
হয়তো তার আপ্রাণ চেষ্টাকে দেখে আমার মায়া হবে। আমি ভুলে গেছি ভান ধরবো, বিশ্বাস করো আমি তোমায় ভুলবো না, ভুলতে পারি না পারবো না। আমি মিছে একটা সংসার পাতবো কেন করবো জানি না।
তবে আমি রোজ চুলোর জ্বলন্ত শিখাকে সাক্ষী রেখে তোমার ফটো দেখবো।
আমি কারোর কাঁধে মাথা রেখে হয়তো তাতে ঠকিয়ে তোমার কথা ভাববো।
আমি মিছে অভিনয় করবো, আমি তার সংসারের সেরা বউ।
বিশ্বাস করো আমি তোমায় নিয়ে রোজ কল্পনায় সংসার করবো।
আমি পৃথিবীর সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো, আমি ঠকাবো,
আমি মিথ্যাবাদী হবো,
কিন্তু তোমায় আমি ভালোবাসবো,
আমৃত্যু তুমি আমার থাকবে।