গোপাল দেবনাথ
আম্বেদ্কর কালচারাল কলেজের উদ্যোগে নব বারাকপুর আম্বেদকর ভবনে ৭৪ তম স্বাধীনতা দিবসে,”স্বাধীনতা-সংবিধান-সংস্কৃতি” আলোচ্য বিষয়ের মাধ্যমে ভাব গম্ভীর ভাবে পালন করা হয়।ঐ দিন সারা দেশের সাথে আম্বেদকর কালচারাল কলেজের জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট কবি দেব দত্ত। ঐ দিনের অনুষ্ঠানে সংস্থার সভাপতি গুরুপদ সরকার, সহ সভাপতি কল্যান বিশ্বাস, কলেজের সহ সভাপতি রামেশ্বর ব্যানার্জী, সন্দীপ বসু অত্যন্ত প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এই বিশেষ অনুষ্ঠানে কলেজ এর অধ্যক্ষ জয়া বসু সহকারি অধ্যক্ষ লীলাবতী বিশ্বাস, সুস্মিতা সুকুল, কবি সোমা মুখার্জি, অভিনেত্রী দিশানী পোদ্দার, নাট্যকার মিলন বসু কবিতা পাঠক করেন। চিত্র পরিচালক কামাল হোসেন, আইনজীবী প্রদীপ বড়াল, সাহিত্যিক হরিদাস বালা, চিত্রকর সঞ্জীব দাস, সুব্রত বিশ্বাস, সঞ্জীব হালদার বর্তমান সময়ে তাদের অনুভূতির কথা তুলে ধরেন। পরিবেশিত হয় শ্রুতি নাটক “সম্প্রীতির বন্ধনে আল্লাহ-ঈশ্বর”। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজ ও সংস্থার সম্পাদক দিলীপ বিশ্বাস। উপস্থিত কবি, সাহিত্যিক, সম্পাদক ও অংশগ্রহণকারীদের “করোনা সাংস্কৃতিক যোদ্ধা” সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠান শেষে আম্বেদ্কর কালচারাল কলেজের সভাপতি সুখেন মজুমদার সকলকে ধন্যবাদ জানান।