ঐশিক সেন
দুর্গাপুর : বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশনের সদস্য রাও আর জি কর কাণ্ডের প্রতিবাদে নামলেন l দুর্গাপুরের একটি বেসরকারি কনফারেন্স হলে দেশের বহু নামি চিকিৎসক উপস্থিত ছিলেন বিজ্ঞানভিত্তিক গবেষণার ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা পরিষেবা কে উন্নততর করায় এই দুদিনের কনফারেন্স এর মূল লক্ষ্য থাকলেও, বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশনের সদস্যরা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, আরজিকর কান্ডে তরুণী চিকিৎসকের মৃত্যু, অমানুষিক নির্যাতনের শিকার সমাজের মূল ভিত টিকে তলিয়ে দিয়েছে l চিকিৎসকরা সমাজের একটি বড় অংশ, তাদেরও পরিবার রয়েছে, সমাজের প্রতি তাদেরও দায়বদ্ধতা রয়েছে, বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন দাবি করে ন্যূনতম সুরক্ষা, সুস্থ চিকিৎসা পরিষেবার জন্য প্রকৃত সরকারের কাছে প্রত্যাশিত গাইডলাইন l রোগ নিরাময়ের ক্ষেত্রে এবং মানুষকে সুচিকিৎসা পরিষেবার জন্য বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন ইতিমধ্যেই সমাজে যথেষ্ট সমাদৃত l আর জি কর কানদে চিকিৎসকদের এইভাবে এগিয়ে এসে প্রতিরোধে নামা সমাজের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণ যোগ্যতা পেয়েছে lবেঙ্গল ডায়াবেটিস কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি বিশিষ্ট চিকিৎসক অমিতাভ বিশ্বাস জানান, সমাজের যে কোন প্রতিকূল পরিস্থিতিতে চিকিৎসকরা মুখ ফিরিয়ে থাকতে পারে না, সমাজের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে আমরা উদ্বিগ্ন, মানুষের চিকিৎসা পরিষেবা কে আমরা সেবা হিসেবে গণ্য করি, আর এই শুভ অব্যাহত রেখেই আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব l