আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনে দোষীদের শাস্তির দাবিতে মিছিল জঙ্গলমহলের রাইপুরে

Spread the love

আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনে দোষীদের শাস্তির দাবিতে মিছিল জঙ্গলমহলের রাইপুরে

। সাধন মন্ডল বাঁকুড়া:—–কলকাতার আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ আন্দোলনের ঝড়ে উত্তাল সারাদেশ। সারা দেশ জুড়ে হাসপাতাল গুলিতে কর্ম বিরতি ডাক দিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠন । আজ সারা বাংলা জুড়ে মহিলারা পথে নামবেন পিছিয়ে নেই জঙ্গলমহলেও।একদা মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলেও ঝড়ের দাপট অব্যাহত প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছে এই ঘৃণ্য কাজে অভিযুক্তদের চরমতম শাস্তি হোক । আজ রাইপুরে দলমত নির্বিশেষে পুরুষ মহিলারা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। রাইপুর ট্রেকার স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে রাইপুর সবুজ বাজার, বকুলতলা,রাইপুর থানা গোড়া বাজার, মাস্টার কলোনি, এস বি আই মোড় এর উপর দিয়ে মিছিল পরিক্রমা করে আবার ট্রেকার স্ট্যান্ডে ফিরে আসে। মিছিলে দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাইপুর বাজার এলাকা। মিছিল শেষে ট্রেকার স্ট্যান্ডে এক পথ সভায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদী বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক বীরেন্দ্রনাথ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন সভাধিপতি পার্থ প্রতিম মজুমদার, শিক্ষক স্বরূপ গরাই, শিক্ষক মুচিরাম দুলে, স্বাস্থ্যকর্মী অনন্যা মুখার্জি প্রমূখ বক্তব্য রাখেন। এই প্রথম রাইপুরের মানুষ অরাজনৈতিক ভাবে এত বড় মিছিল দেখলো। এখানে উল্লেখ্য আজকের এই প্রতিবাদ মিছিলে স্কুলপড়ুয়া থেকে শুরু করে গৃহবধুরা পর্যন্ত অংশগ্রহণ করেছিল। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মিছিলটি যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য রাইপুর থানা পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক ছিল। মিছিলের সামনে পিছনে ছাড়াও বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন ছিল যথেষ্ট। অন্যদিকে সারেঙ্গা ব্লকেউ দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানুষ সাধারণ মানুষ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *