সুভাষ মজুমদার,
ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল এর আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয় তারকেশ্বর সাহাপুর শুভ উদ্বোধন হয়ে গেল আজ ৷ সর্বভারতীয় শ্রমিক সংগঠনের বি জে এম টি ইউ সির রাজ্যের সাধারণ সম্পাদক অরুণ হালদার শুভ উদ্বোধন করলেন ৷ রাজ্যের নেতা রাজকমল পাঠক, প্রাক্তন সহ-সভাপতি রাজকুমারী কেশরী সহ মন্মত নাথ বিশ্বাস, বিজে এম টি ইউ সি আরামবাগ জেলা সাংগঠনিক এর সাধারণ সম্পাদক কৌশিক দত্ত সহ অন্যান্য বিজেপির কার্যকর্তা উপস্থিত ছিলেন ৷