সুভাষ মজুমদার,
সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সৈয়দ জিয়াজুর রহমানের ব্যবস্থাপনায় এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আরামবাগের একটি বেসরকারি লজে। এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন আরামবাগের তৃণমূল কংগ্রেস নেত্রী সুজাতা মন্ডল ও বিশিষ্ট সমাজসেবী জিয়াজুর রহমান ও সহ শিক্ষক সৈয়দ এহতেশাম মামুন। বর্তমানে করোনোর জন্য রাজ্যে চলছে আংশিক লকডাউন। এই মহামারীর সময় অনেক সংগঠনই রক্তদান শিবির করে না। ফলে বিভিন্ন হাসপাতালে ব্লাড ব্যাংকে দেখা দিচ্ছে রক্ত সংকট। থালাসেমিয়া আক্রান্ত রোগী থেকে শুরু করেন মুমূর্ষ রোগীর প্রয়োজন রক্তের। মুমূর্ষ রোগীদের কথা চিন্তা করে এদিন এইরকম শিবিরের আয়োজন করে বিশিষ্ট সমাজসেবী শেখ জিয়াজুর রহমান। এ প্রসঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুর রহমান জানান, শুক্রবার রক্তদান শিবিরের এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর আগেও আপনারা দেখেছেন আরামবাগ পৌরসভার উনিশ টা ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে, তারকেশ্বর পিয়াসাড়া তে সামাজিক বিভিন্ন রকম অনুষ্ঠানে মানুষের পাশে দাঁড়ান। সেই সাথে ব্লকের ক্ষতিগ্রস্ত লোকদের ত্রিপল দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। আজকে রক্তদান শিবিরে প্রায় ৬০ থেকে ৭০ জনের মতো মানুষ রক্ত দেবেন। অন্যদিকে আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল বলেন, আজকে যে মহতী রক্তদান অনুষ্ঠানটিতে এসেছি, সেটা আরামবাগের একজন বিশিষ্ট সমাজসেবী মানুষ জিয়াজুর রহমান। তার নেতৃত্বে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই তার পাশে থেকে এক সাথে থেকে এই মহতি অনুষ্ঠানটির পরিচালনা করছি। সেই জন্য এই অনুষ্ঠানে এসেছি।