আর জি কর কান্ডে বিক্ষোভ সভা হলো গলসীতে
– সেখ নিজাম আলম –
বামপন্থী গণসংগঠন DYFI, AIKS, AIAWU, CITU এর পক্ষ থেকে আর.জি কর মেডিকেল কলেজে পাঠরত ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের প্রতিবাদে, তৃণমূল দুস্কৃতি বাহিনীর দ্বারা আন্দোলনরত সাধারণ ছাত্রযুব ও ডাক্তারদের উপর হামলা ও প্রমাণ লোপাটের চেষ্টার তীব্র ঘৃণা জানাতে এবং এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ এর দাবীতে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় গলসী সিনেমা হলের সামনে থেকে গলসী বাজার পর্যন্ত। এদিনের মিছিলে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সকলেই এই ঘটনার বিরুদ্ধে সরব হন। মিছিল গলসী বাজার রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক পথচলতি মানুষ এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানান। এদিনের মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন প্রবীন কৃষক নেতা রনজিৎ ঘোষ, সিপিআই নেতা রামকৃষ্ণ ঠাকুর ও কৃষক রাজ্য নেতৃত্ব সৈয়দ হোসেন। আজকের সভায় সভাপতিত্ব লরেন জাফর কাজী। মিছিল থেকে দাবী তোলা হয় “নাটক ছেড়ে বিচার করো, আর.জি করে মাথা ধরো”। আর.জি করের নৃশংস হত্যাকান্ডের বিচার করতে হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।