আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

Spread the love

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনে দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ,বীরভূম:- সম্প্রতি আর জি কর হাসপাতালে বিষ্ফোরক ঘটনা ঘটে। যেখানে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রেক্ষিতে সমগ্র রাজ্য প্রতিবাদের ঝড়ে উজ্জীবিত।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পথে নামেন এবং দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি ব্লক এবং শহর ভিত্তিক প্রতিবাদে সোচ্চার হতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। সেই মোতাবেক প্রতিবাদ মিছিল,পথসভা,অবস্থান বিক্ষোভ,ধর্নামঞ্চ ইত্যাদির মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত।সেরূপ রবিবার রাজ্যের অন্যান্য ব্লক এলাকার ন্যায় বীরভূম জেলার প্রতিটি ব্লক ও শহর এলাকায় ধর্নামঞ্চ এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আর.জি.কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হন। পাশাপাশি এই ঘটনাকে নিয়ে বিজেপি ও সি পি আই এম (রাম ও বাম) যে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে তার বিরুদ্ধেই মূলত প্রতিবাদ এবং এনিয়েই আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে দলীয় সূত্রে জানা যায়।রামপুরহাট শহরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড আশীষ বন্দোপাধ্যায়।খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে খয়রাসোলে বিবেকানন্দ আবক্ষ মূর্তির পাদদেশে ধর্নামঞ্চ থেকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অসীমা ধীবর,ব্লক তৃনমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। সিউড়ি এক নম্বর ব্লকের করিধ্যা গ্রামে অনুষ্ঠিত ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী। অনুরূপ রাজনগর, দুবরাজপুর, ইলামবাজার, নলহাটি, সাঁইথিয়া প্রভৃতি ব্লক ও শহর এলাকায় ধর্নামঞ্চে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনের খবর পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *