আর সাইনবোর্ড সর্বস্ব নয় এবার আন্দোলনের পথে আইএনটি ইউসি
। সাধন মন্ডল বাঁকুড়া:—–জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি এর বাঁকুড়া জেলা কমিটি মেজিয়া শিল্পাঞ্চলসহ সারা জেলায় শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে। তারই একটি বর্ধিত সভা মঙ্গলবার ডিভিসির মেজিয়া তাপ বিদ্যুৎ প্রকল্পের লাগাপাড়া আইএনটি সি পরিচালিত ডিভিসি কর্মচারী সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হলো। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি বাঁকুড়া জেলা সভাপতি শ্রীমন্ত নন্দী ,সাধারণ সম্পাদক বিশ্বনাথ মন্ডল, বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন সভাপতি নারায়ণচন্দ্র খাঁ, এম টিপি এস ঠিকাদার শ্রমিক সংগঠনের নেতৃত্ব আনন্দদুলাল মিশ্র। ডিভিসি কর্মচারী সংঘের সম্পাদক অরিন্দম ব্যানার্জি সহ ৫০ জনেরও বেশি জেলা ও ব্লক নেতৃত্ব ।আই এন টি ইউ সির জেলা সভাপতি সীমন্ত নন্দী বলেন মেজিয়া শিল্পাঞ্চলে আইএনটিইউসির ব্যানারে কয়েকটি অফিস রয়েছে ফলে শ্রমিকরা বিভ্রান্ত রয়েছেন এবার থেকে তা আর থাকবে না একটিই অফিস থাকবে ও একটিই ইউনিয়ন থাকবে। সবাই একই ছাতার তলায় থাকবেন তারই প্রথম উদ্যোগ ও প্রথম সভা হলো আজ। তাতে সকলের উপস্থিতি প্রমাণ করে আমরা এক ছাতার তলায় থাকতে চাই। আমাদের বঞ্চনার প্রতিবাদ করতে চাই। তিনি আরো বলেন মেজিয়া শিল্পাঞ্চলে প্রায় চার হাজার ঠিকা শ্রমিক কাজ করেন ঠিকাদারেরা তাদের উপর বুলডোজার চালাচ্ছেন। ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করছেন। বেশি মুনাফা ও শাসক নেতাদের সন্তুষ্ট করতে বিদ্যুৎ কেন্দ্রের মত একটি ঝুকিবহুল প্রকল্পে শ্রমিকদের সুরক্ষা বিষয়ে উদাসীন ডিভিসি কর্তৃপক্ষ থেকে ঠিকা সংস্থা। ফলে বেঘরে প্রাণ হারাচ্ছেন কর্মরত শ্রমিকরা এখানে ঠিকা শ্রমিক নেতা আনন্দদুলাল মিশ্র বলেন আমরা আর চুপ করে থাকবো না। শ্রমিকদের স্বার্থে সব রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন ডিভিসি স্থায়ী কর্মীদের সংগঠন কর্মচারী সংঘের সম্পাদক অরিন্দম ব্যানার্জি। সংগঠনের সভাপতি শ্রীমন্ত নন্দী আরো বলেন আজকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষের কাছে শ্রমিক শোষণ নিয়ে চূড়ান্ত দাবি পত্র পেশ করে আন্দোলনে নামতে চলেছি। সারা জেলাতে এই আন্দোলন আমাদের ছড়িয়ে পড়বে।