ভাতারের আলিনগরে একটি বেসরকারি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
আমিরুল ইসলাম,
রবিবার ভাতারে এক শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গত ২০০৩ সালে ভাতারের আলিনগরে সোনার বাংলা শিশু নিকেতন প্রতিষ্ঠিত হয়।টানা ২০ বছর ধরে এই স্কুল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে ।এদিন স্কুল চত্বরে অনুষ্ঠিত হলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।স্কুলের প্রাক্তন বর্তমান ছাত্র-ছাত্রী, স্কুলের প্রাক্তন বর্তমান অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নাচ, গান, আবৃত্তি ও নাটকের মাধ্যমে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ।স্কুলের প্রধান শিক্ষক মনিরুল হক মন্ডল জানান -” এদিন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা দারুন ভাবে আমাকে সাহায্য করেছে এই অনুষ্ঠানটি করতে সকলকে আমি আমার স্কুলের পক্ষ থেকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই”।