আলিপুরদুয়ারে কর বিষয়ক সেমিনার

Spread the love

আলিপুরদুয়ার শহরে সারা পশ্চিম বাংলার করসংক্রান্ত আইনজীবীদের কাছে দুদিন ব‍্যপী সেমিনারের আয়োজনে ট‍্যাক্স এ‍্যাডভোকেটস এ‍্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (ট‍্যাব) । ১৯ তম প্রতিষ্ঠা দিবসের শুভ উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি রাজেশ বিন্দল । উপস্থিত ছিলেন সেলস ট‍্যাক্সের কমিশনার ডি পি কারনাম , বিচারপতি বিভূতি খেসান,আই আই এল এস কুচবিহার এর প্রিন্সিপাল জয়তী খাড়গা।আলিপুরদুয়ার শহরের মাঝখানে স্বমহিমায় দাঁড়িয়ে বড় বড় গুটি কয়েক হোর্ডিং গেট ৫০০ ডেলিগেটকে আহ্বান জানাচ্ছে ।
দুদিন ব‍্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে সাধারন বার্ষিক সভায় ২ বছরের জন‍্য নতুন কমিটির সভাপতি সজ্জন কুমার তুলসিয়ান , সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় , সহ সভাপতি শক্তিপদ দে, অশোক গাঙ্গুলি, কস্তুরি চ‍্যাটার্জী, দীপেন চ‍্যাটার্জী প্রমুখ , কোষাধ্যক্ষ ইন্দ্রজিৎ রায় , তিন জোনাল চেয়ারম‍্যন সুমিত গুপ্ত ,উদয় শঙ্কর দাস , সুব্রত রায় সহ সারা পশ্চিমবঙ্গ থেকে বেশ কয়েকজন কে কমিটি তে নেওয়া হয়।কর আইনজীবিদের সর্বশ্রেষ্ঠ সম্মান TAAB SAMMAN এবছর
উত্তরবঙ্গের দুই প্রবীন আইনজীবী পরিতোষ চক্রবর্তী (মালদা) ও জীবন কৃষ্ণ চক্রবর্তী ( কোচবিহার) কে প্রদান করা হয়।প্রতিবছরের ন‍্যায় এছরও প্রতিষ্ঠা দিবসে সদস‍্যদের পুত্র ও কন‍্যা যারা ২০২৪ সালে ল পাশ করেছেন তাদের আইনপেশায় উৎসাহ প্রদানের জন‍্য বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।
সেমিনারে বক্তব্য রাখেন আইনজীবি এস কে তুলসিয়ান, সি.এ রোহিত কাপুর , আইনজীবি অমলেশ রায়, সি.এ আঁচল কাপুর ( পন্জাব) , আইনজীবি সুব্রত রায় , রীতা মুখার্জি , হিমাংশু কুমার রায় প্রমুখ। প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই সুন্দরভাবে উপভোগ করেছেন TAAB এর সদস্য ও পরিবারের সদস্যরা। জাস্টিস রাজেশ বিন্দলজির তথ‍্যবহুল সহ বিশিষ্ঠ বক্তাদের ভাষণ সকলকে সমৃদ্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *