শুভ ঘোষ,
কলকাতা আলিপুর চিড়িয়াখানার সংলগ্ন একটা সম্পূর্ণ ক্যাফেতে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এই ক্যাফে তে অবিশ্বাস্য মূল্যে নানা ধরনের খাবারের আয়োজন করা হয়। মোগলাই,চাইনিজ, বাঙালিয়ানা, ইটালিয়ান এবং কন্টিনেন্টাল খাওয়ার আসন্ন শারদীয়া পূজা টিনেজার থেকে শুরু করে বিশেষভাবে মন আকর্ষণ করবে তৎকালীন কলকাতার একটা ছাপ রয়েছে।যা একটু বয়স্ক মানুষের পুরনো কিছু কথা মনে করিয়ে দেবে।পুরনো দিনের কলেজস্ট্রিটের কফি হাউসের কথা কিন্তু এখানে এলেই মনে পড়বে।কলকাতার এই ক্যাফে হিটকোর তত্ত্বাবধানে তৈরি এখানে শুটিং যে কোন অনুষ্ঠান এবং যেকোনো জিনিস মার্কেটে এলে তা নিয়েও একটা অনুষ্ঠানে আয়োজন করা যাবে এখানে বাস,গাড়ি ও বাইক পার্কিং এর ব্যবস্থাও আছে।হেডকো তৈরি সম্পূর্ণ কাফের এটির জেনারেল ম্যানেজার স্নেহাসিস সিনহা।