আলোর উৎসব নিয়ে প্রশাসনিক সম্বন্বয় সভা রাজারহাট থানাতে

Spread the love

আলোর উৎসব নিয়ে প্রশাসনিক সম্বন্বয় সভা রাজারহাট থানাতে

নিজস্ব প্রতিবেদক, নিউটাউন,

দীপাবলী-ভারতের প্রধান উৎসবগুলির অন্যতম। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই উৎসব দেশজুড়ে পালিত হয়। ঐদিন সন্ধ্যায় ঘরে ঘরে, বাজারে সর্বত্র আলো জ্বালিয়ে এই উৎসব পালন করা হয়। আলোর উৎসব দীপাবলী হল এক সার্বজনীন উৎসব দেশ-কাল ভেদে এর কোনও সীমা নেই। উৎসবের দিনগুলোতে কোনরকম গোলমাল এড়াতে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি থানা কমিটির পক্ষ থেকে সর্ব ধর্মের প্রতিনিধিদের নিয়ে সম্বন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার, উঃ ২৪ পরগনা জেলার বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে আসন্ন শ্যামা পূজা ও দীপাবলি নিয়ে সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এসিপি সাহেব, স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়, উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, রাজারহাট থানার আইসি জামাল হোসেন সহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও ক্লাব সংগঠনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *