আশা কর্মীদের ভাড়া করা বাস আটকে দেওয়ার অভিযোগে কর্মীদেরপথ অবরোধ খাতড়ায়

আশা কর্মীদের ভাড়া করা বাস আটকে দেওয়ার অভিযোগে কর্মীদেরপথ অবরোধ খাতড়ায়

। সাধন মন্ডল বাঁকুড়া:-আজ সকালে খাতড়ার পাম্প মোড়ে পথ অবরোধ আশা কর্মীদের। বুধবার সকালে নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে কলকাতার স্বাস্থ্যভবন অভিযানের উদ্দেশ্যে খাতড়া ব্লকের একাধিক আশা কর্মী একটি গাড়িতে করে খাতড়ার সিমলাপাল রোড এলাকায় জড়ো হয়েছিলেন। সেখানে পৌঁছে তারা জানতে পারেন, কলকাতা যাওয়ার জন্য কোনো বাস যাচ্ছে না। তাছাড়া তাদের অভিযোগ তাদের যে বাসটি ভাড়া করা হয়েছিল সেই বাসটি আসছে না প্রশাসনের লোকজন আটকে দিয়েছে।

আশা কর্মীদের অভিযোগ, বাস মালিককে ভয় দেখিয়ে প্রশাসনের তরফে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে প্রায় শতাধিক আশা কর্মী সেখানে আটকে পড়েন। বাস না পেয়ে তারা চরম ক্ষোভে ফেটে পড়েন। এরপর আশা কর্মীরা খাতড়ার পাম্প মোড়ে গিয়ে জমায়েত হন এবং পথ অবরোধ শুরু করেন। খাতড়া-বাঁকুড়া ও খাতড়া-সিমলাপাল রাস্তার উপর বসে তারা অবরোধ চালান। এর জেরে দু’টি রাস্তাতেই যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিকবার অবরোধ তোলার চেষ্টা করে। তবে আশা কর্মীরা অবরোধ তুলতে রাজি হননি। বিক্ষোভরত আশা কর্মীদের দাবি, “কলকাতা যাওয়ার জন্য যদি একটি বাসের ব্যবস্থা করে দেওয়া হয়, তবেই আমরা অবরোধ তুলে নেব।” এই ঘটনাকে ঘিরে খাতড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে এসে হাজির হন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা জয়ন্ত মিত্র তিনি আন্দোলনরত আশা কর্মীদের বুঝিয়ে বলেন এবং তাদের দাবি-দাওয়া নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান এবং তাদের উদ্দেশ্যে একমাস সময়হাতে চেয়ে নেন। এর কিছুক্ষণ পর কর্মীরা পথ অবরোধ তুলে নেন তবে তারা দৃঢ় কন্ঠে বলেন কারো অনুরোধে নয় দীর্ঘক্ষন ধরে অবরোধের ফলে অনেক শিশু আটকে পড়েছে আমরা মায়ের জাত শিশু ও সাধারণ মানুষের কষ্ট দেখে তাদের অসহায়তার কথা ভেবেই আমরা অবরোধ তুলে নিলাম। তবে আমাদের দাবি-দাওয়া পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। এমনিতেই গত ২৩ শে ডিসেম্বর থেকে আমাদের কর্ম বিরতি চলছে। তাদের দাবি প্রতিমাসে মাত্র ৫ হাজার আড়াইশো টাকা করে আমরা ভাতা পাই তাও কয়েক মাস বন্ধ রয়েছে। আমাদের মাসিক বেতন ১৫ হাজার টাকা করতে হবে।

Post Comment

You May Have Missed