আসছে ‘জীবন্ত বস্তু’

Spread the love

পন্ডিত শ্রী কল্প
পন্ডিত শ্রী কল্পতরু প্রযোজিত ও প্রথম প্রয়াস মহরত হলো শর্ট ফিল্ম “জীবন্ত বস্তু”। গল্প চিত্রনাট্য ও নির্দেশনা বাদল সরকার।মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কল্পতরু জী।
বিভিন্ন চরিত্রে আনন্দ চক্রবর্তী, রাজকুমার সেন, প্রশান্ত সরকার, সোনালী জানা, হংস্বতী দাস ও দীপান্বিতা দাস। রূপসজ্জা উজ্জল (ঝন্টু) সেনশর্মা, চিত্রগ্রহণ ও সম্পাদনা অনিক দাস (লাল্টু)।নেপথ্য সংগীত ওম অরূপ। ব্যবস্থাপনায় বর্ণালী ভয়েজ টেক স্টুডিও। এই গল্পে নির্দেশক তথা লেখক বুঝাতে চেয়েছেন বস্তুও জীবন্ত। জানতে হলে অপেক্ষা করতে হবে। ছবিটি মুক্তি পেতে চলেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *