আসনা জামা মসজিদ প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির।
সাধন মন্ডল বাঁকুড়া:-সিমলাপালের বিক্রমপুর অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের আসনা জলসা কমিটির পরিচালনায় এক ধর্মীয় জলসা উপলক্ষে আজ শুক্রবার সকাল দশটায় জীবনের শ্রেষ্ঠ দান স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু আসনা জামা মসজিদ প্রাঙ্গনে।
রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু, সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিদাস চক্রবর্তী, ব্লক যুব সভাপতি সৌমেন পাত্র অঞ্চল সভাপতি নির্মল দাস, মসজিদের ইমাম সাহেব সহ বিশিষ্ট জনেরা।
শিবিরে ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তগুলি সংগ্রহ করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক।