আসন্ন ইতিহাস
✍️সুশান্ত পাড়ুই
শোনোনি কি তুমি মায়ের কান্না!
দেখো নি, বর্বরতার ছবি
কেন তবে বৃথা লেখালেখি করা
কিসের বলো হে কবি?
চেয়ে কি দেখো নি চারিদিকে এতো
ছেয়েছে অন্ধকার
যদি না তোমার যন্ত্রণা হয়
তুমি, কিসের গল্পকার?
রাজার আদরে ঠ্যাঙাড়ে ও খুনি
বেড়েছে অত্যধিক
রাজনীতি হবে! লেখোনি কিছুই!
তুমি, কিসের প্রাবন্ধিক?
সাহিত্য যদি আগুন ঝরানো
কলম না আজ ধরে
নীরবতা মেনে কি হবে তাদের
নীতিহীন লেখা পড়ে?
এ ঘোর আঁধার শত অনাচার
দেখে যদি চুপ থাকি!
বারুদ বিহীন ও তুলি তোমার
কেন এই আঁকা আঁকি?
বলো তো গায়ক, প্রভাতে ও রাতে
আছে কোনও ব্যবধান!
কোন্ উপকারে সুর-ঝংকারে
বৃথা গাও তুমি গান!
কবিতা গল্প প্রবন্ধ ছড়া
রয়ে যাবে স্তুপাকৃতি
ঘৃণা করি আমি দায়হীন সেই
সাহিত্য সংস্কৃতি।
আগুনের গ্রাসে অতি অনায়াসে
সব পুড়ে ছাই হয়
থাকে না প্রভেদ ধনী ও গরীবে
বাদ যায় দেবালয়!
যারা, রুদ্ধ করেছে তোমার জীবন
বন্ধ করেছে শ্বাস
ঐ দেখো চেয়ে দু-বাহু বাড়ায়ে
তোমার মেয়ের লাস।
হে যুগান্তরের কবি
তুলে নাও মসি ওটা হাতিয়ার
কিসের করছো ভয়
এতো যে নীরব তবে কি তোমার
ধর্ষক কেউ হয়!
শব্দ মিছিলে অতি সাধারণ
আমি এক যাযাবর
আমি থেকে যাব
নিপীড়িত জন স্বজন সুজন
যেথায় বেঁধেছে ঘর।
এতোটা স্পষ্ট লিখে যেতে চাই
যেন, পড়ে তা অন্ধ জনে
এতো চিৎকার করে যাব আমি
যেন পৌঁছায়,
সব বধিরের কানে।
প্রতিজ্ঞা করি
আমার এ ঘর ভেঙে গেছে যারা
করে শত উল্লাস
রক্ত আখরে লিখে দিতে চাই আসন্ন ইতিহাস ।
*✍️সুশান্ত পাড়ুই*