আসন্ন দোল উৎসবে অবলা প্রাণীদের রং না দেবার বার্তা দিলেন পশুপ্রেমী আমীর ।
রোজা রেখেও পথ কুকুরদের জন্য রাস্তায় বেরিয়েছেন পশু প্রেমী আমির শেখ। হোলি উৎসবে পশুদের গায়ে রং না দেওয়ার জন্য প্রচার করে বেড়াচ্ছেন। ভাতার ব্লকের বিভিন্ন এলাকায় মাইক লাগিয়ে প্রচার করেন তিনি। পথ কুকুর, বিড়াল, পশু পাখিদের শরীরে রং লাগলে তাদের ইনফেকশন হতে পারে এবং তাদের পেটেও সেই রং যেতে পারে। তাছাড়া রং লাগার ফলে সারা শরীর ক্ষত হওয়ার সম্ভাবনা বেশি। তাই তিনি আমারুন স্টেশন বাজার সহ ভাতারের কয়েকটি এলাকা ঘুরে প্রচার করলেন। পশু প্রেমী আমির শেখ কয়েক বছর ধরেই অবলা প্রাণীদের সুরক্ষার স্বার্থে এইরূপ উদ্যোগ নিয়েছেন।