আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে কর্মীসভা
:–সাধন মন্ডল বাঁকুড়া:– বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী জঙ্গলমহলের রাইপুর বিধানসভার সারেঙ্গা ও রাইপুর ব্লকে দুটি কর্মীসভায় অংশ নিলেন সারেঙ্গা কর্মীসভাটি সারেঙ্গা বাজারে একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয়। অন্যদিকে রাইপুরে কর্মী সভাটি রাইপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি ফাঁকা জায়গায় অনুষ্ঠিত হয়। দুটি কর্মীসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি, রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফাল্গুনী সিনহা বাবু, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র সংগঠনের ছাত্রনেতা তীর্থঙ্কর কুন্ডু,বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ ঘোষ ,এছাড়া কর্মীসভায় সারেঙ্গা ব্লক এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র ,প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, সারেঙ্গা পঞ্চায়েত সমিতি সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র সহ-সভাপতি অভিজিৎ বিশ্বাস কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর ও কর্মীবৃন্দ। অন্যদিকে রাইপুর কর্মীসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বাঁকুড়া জেলা যুব সভাপতি রাজকুমার সিংহ , বর্ষিয়ান নেতা গৌতম বিশ্বাস। রাইপুর পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি সুলেখা মাহাত, বর্তমান সহ-সভাপতি সঞ্জয় মন্ডল, নেতৃত্ব শান্তি নাথ মন্ডল ,গণেশ মাহাত, দেবাশীষ মন্ডল ,জয়দেব দুলে জেলা পরিষদের সদস্য কালীপদ সরেন সহ ব্লক নেতৃত্ব ।সমস্ত বক্তা আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। প্রার্থী অরূপ চক্রবর্তী পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরেন এবং যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করে দিল্লিতে পাঠাতে পারেন তাহলেই পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব তাই আমাদের সকলকে মনোমালিন্য ভুলে মিলেমিশেএকসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের ময়দানে বিরোধীপক্ষের সাথে লড়াই করতে হবে। বিজেপিকে উৎখাত করতে হলে আমাদের সকলের ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন।।সভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয। রাইপুরের কর্মীসভাটি পরিচালনা করেন রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত।