কুমারপুরের কাছে নির্মিয়মান ওভার ব্রিজের কাজ দেখতে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়
কাজল মিত্র ,
:-মঙ্গলবার আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নির্মাণাধীন ওভারব্রিজের কাজ দেখতে কুমারপুরে পৌঁছালেন।এ উপলক্ষে আসানসোল বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক সুমিত সরকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে তোড়া দিয়ে সম্মানিত করেন। মন্ত্রীর সেক্রেটারি পিনাকী সরকার, ধর্মেন্দ্র কাউশাল, বিজেপি নেতা প্রশান্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বাবুল সুপ্রিয় এই উপলক্ষে সাংবাদিকদের বলেন, কুমারপুর রেলওয়ে ওভারব্রিজ ৪০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে। সেতুর জন্য সমস্ত খরচ সেল এবং রেল বহন করবে।শিল্পাঞ্চলের বহু বছরের সমস্যার এর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন যে করোনার কারনে লকডাউনের সময় কাজের কিছুটা ক্ষতি হলেও এখন পুরো দমে কাজের গতি বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।তিনি জানান, মোট ১২২ টি পিলার তৈরি করা হবে, যার মধ্যে ৪৬ টি পিলার তৈরি হয়ে গেছে। সেল, রেল এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রক থেকে যা কিছু প্রয়োজন তা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হবে। তিনি এদিন বলেন যে এই সেতুটি তৈরি করতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাছাড়া রাজ্য সরকার থেকে এনওসি-র জন্যও সমস্যা ছিল।সেতুটি নির্মাণের জন্য পাঁচটি গাছ কাটাতে হবে। তারও অনুমতি নিতে হবে। তিনি বলেন,সামনে ভোট বলে যেমন তেমন করে কাজ কোন ভাবেই করা যাবেনা হবে না। কাজটি ভাল এবং মজবুত আকারের করতে হবে যাতে সেতুটি দীর্ঘদিন ধরে স্থায়ী হয় এবং মজবুত থাকে। তিনি আরো বলেন যে অনেক সেতু রাজ্যে দেখা যায় যে সেগুলি তৈরি হওয়ার পরে খুব অল্প সময়ে ফাটল দেখা দেয়।এটি এই অঞ্চলে যাতে না ঘটে সেদিকে নজর দেওয়া হচ্ছে।