আসানসোলে রেলের জায়গায় স্কুল নিয়ে রেলমন্ত্রীর আশ্বাস

Spread the love

এস. মন্ডল,

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রেলের জমিতে উচ্ছেদ হওয়া স্কুলের অভিভাবকদের স্বস্তি মিললো।আসানসোলে রেলের অধীনস্থ কোনও স্কুল বন্ধ করা হবে না। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে এমনই আশ্বাস দিয়েছেন স্বয়ং  রেলমন্ত্রী।এই  দাবি আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। গত মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।অনুষ্ঠান শেষ হওয়ার পর রেলমন্ত্রীর সঙ্গে একান্ত আলাপচারিতায় অগ্নিমিত্রা পাল রেলমন্ত্রীকে অনুরোধ করে জানিয়েছিলেন , -‘ আসানসোলে ঐতিহ্যবাহী যে কটি রেলের স্কুল রয়েছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নোটিশ দিয়ে বন্ধ করার কথা বলা হয়েছে। স্কুল বন্ধ হওয়ার খবরে পড়ুয়া থেকে অভিভাবকরা চরম দুশ্চিন্তার সম্মুখীন। কোনও অবস্থাতেই যাতে রেলের অধীনস্থ স্কুল গুলো বন্ধ করে দেওয়া না হয়’। এই ব্যাপারে রেলমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।এরপর অগ্নিমিত্রা পাল সোশাল মিডিয়া টুইট করে জানান, -‘  রেলমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, কোনও বিদ্যালয় বন্ধ করা হবে না। পুনরায় স্কুল খুলে পুরোদমে পঠন-পাঠন শীঘ্রই যাতে শুরু হয় সেই বিষয়টি তিনি দেখবেন’।রেলমন্ত্রীর কাছ থেকে এই আশ্বাস পেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানান অগ্নিমিত্রা পাল। রেলমন্ত্রীর পদক্ষেপে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরাও।সম্প্রতি আসানসোলে রেলের স্কুলকে  নোটিশ দিয়ে বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ- ধরনা অশান্তি শুরু হয়। 

টানা বিক্ষোভ অবরোধ কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কান্ড নজরে আসে শিল্পাঞ্চলে। ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে পড়ুয়া থেকে অভিভাবকদের মনে।রেল হেরিটেজে জায়গা করে নেওয়া ১৪০ বছরের পুরনো আসানসোল শিল্পাঞ্চলের বিদ্যালয়কে ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়। স্কুলের নাম ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল । শুধু এই স্কুল নয়, আসানসোল রেল ডিভিশনে যতগুলি স্কুল আছে সবকটির  বর্তমানে বন্ধ হয়ে রয়েছে।ঠিক এইরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর আশ্বাস আশ্বস্ত করেছে আসানসোলের রেলের জায়গায় স্কুল অভিভাবকদের কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *