আসানসোল পুরনিগমের করোনা পরীক্ষা শিবির পরিদর্শনে মেয়র
কাজল মিত্র
– আসানসোল পুরনিগমের মুখ্য কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হওয়া পুর কর্মীদের করোনা পরীক্ষা করা শিবিরের শুক্রবার পরিদর্শন করেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। তার সঙ্গে ছিলেন মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ, এনইউএইচএমের ওয়াসিমুল হক সহ অন্যান্যরা। মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, করোনা সংকটের সময় পুরনিগমের কর্মীরা খুব ভালো কাজ করেছেন। নিজেদের জীবন বাজি রেখে পুরনিগমের স্যানিটেশন সহ বিভিন্ন বিভাগের কর্মীরা কাজ করেছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মতো পুরনিগমের সব কর্মী দের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে সব কর্মীর লালারসের নমুনা পরীক্ষা করা হবে। যদি কোন কর্মী করোনায় সংক্রমিত হন, তাহলে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো পদক্ষেপ নেওয়া হবে। যদি নেগেটিভ আছে তো খুব ভালো কথা। প্রসঙ্গতঃ, গত ২৬ আগষ্ট শুরু হওয়া এই শিবিরে প্রায় ১০০ পুর কর্মী তাদের করোনা পরীক্ষা করিয়েছিলেন।