কাজল মিত্র,
পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালে শুক্রবার সকালে এই প্রথম ভ্যাকসিনের ট্রায়েলের ব্যবস্থা করা হয়।হাসপাতাল সুত্রে জানা গেছে, কিভাবে এই ভ্যাকসিন ব্যবহার করতে হবে ,সে সম্পর্কে সাস্থ কর্মী দের ট্রেনিং দেওয়া হয়েছে ইতি মধ্যেই ।এদিন ভ্যাকসিন এর মকডিল করা হয়েছে ।এদিন ডিএমসিএইচ ও স্বপন বিশ্বাস বলেন, আজকে কোভিড ভ্যাকসিন এর ট্রায়েল রান শুরু করা হয়েছে ।সেই ব্যবস্থা করা হচ্ছে ।জেলার তিনটি জ্যাগাই এই ট্রায়েলের ব্যবস্থা করা হয়েছে ।আসানসোল জেলা হাসপাতাল, ধাদকা, ও লাউদোহাতে এই ট্রায়েল রান চলছে।
এদিন এই ট্রায়েল রান শুরু হতে বিলম্বিত হচ্ছে কেন , সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, যে রুমে ব্যবস্থা করা হয়েছিল সেটি ছোট হওয়াই অন্য একটি রুমের ব্যবস্থা করতে হয়েছে ।তাই একটু দেরি হয়েছে ।তবে শেষ প্রজন্ত ট্রায়েল রান করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয় আসানসোল জেলা হাসপাতালে।এবং বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মীর উপরে এই ট্রায়েল রান চালান হয়েছে