আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে পালিত হলো ‘শিক্ষক দিবস’
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:
এমনিতেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বদা শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়, তারপরও ছাত্রছাত্রীদের প্রতি তাদের অমূল্য অবদানের স্বীকৃতি স্বরূপ আসানসোলের জনপ্রিয় ও বিখ্যাত 'নর্থ পয়েন্ট' স্কুলের পক্ষ থেকে পালন করা হলো 'শিক্ষক দিবস'। এই উপলক্ষ্যে প্রতিষ্ঠান একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সম্মান স্বরূপ প্রত্যেক শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন্দ্রনাথ রায়, সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক সমিতির সভাপতি মিতা রায়, অধ্যক্ষ রাজীব সাউ সহ অন্যান্যরা। তারা প্রত্যেকেই শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
শচীন বাবু বলেন, এই বিদ্যালয়ের সাফল্যের পেছনে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা কখনোই অস্বীকার করা যাবেনা। ওদের আন্তরিকতার জন্যেই এলাকার সীমা ছাড়িয়ে প্রতিষ্ঠানটি জেলা স্তরে পরিচিতি লাভ করেছে। মূলত উনাদের জন্য রাজ্য ও সর্বভারতীয় স্তরের পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভাল ফল করছে। শুধু পাঠদানের মধ্যে তাদের অবদান সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের চরিত্র ও ভবিষ্যত গঠনেও তাদের ভূমিকা প্রশংসার দাবি রাখে। আমরা ওদের প্রতি কৃতজ্ঞ।