ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হয়ে গেল ডাব্লু বি এস সি এস টি ই এ-র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হয়ে গেল ডাব্লু বি এস সি এস টি ই এ-র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

মৃত্যুঞ্জয় রায়

কোলকাতা (৬ অক্টোবর ‘২৩):- ‘পশ্চিমবঙ্গ তফশীলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি (বাণিজ্যকর বিভাগ)’ -র দ্বাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল ‘কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল’-এ।

আজ সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব (প্রশাসন) বিভাগের বিশেষ আয়োগ শর্মিষ্ঠা রায়।

পরে ‘ডাব্লু বি এস সি এস টি ই এ’-র শারদীয়া সংখ্যা ‘নির্ণয়’-এর উন্মোচন করেন কবি অরুণকুমার চক্রবর্তী।

‘ডাব্লু বি এস সি এস টি ই এ’-এর সভাপতি অরুণকুমার মণ্ডল এবং সম্পাদক পিন্টু মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন, “সান্ধ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠসঙ্গীত শিল্পী পৌষালী ব্যানার্জি, অপরদিকে বিমল বন্দ্যোপাধ্যায়-এর কাহিনী অবলম্বনে বাণিজ্য কর বিভাগের কর্মচারীদের পরিবেশনায় এবং বিশ্বনাথ বসুর নির্দেশনায় আজ মঞ্চস্থ হবে নাটক ‘একটি অবাস্তব নাটক’।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *