ইকোপার্কে নিউজ কলকাতার সাহিত্য আড্ডা ও বনভোজন
কাজী হাফিজুল,নিউটাউন:
সম্প্রতি নিউজ কলকাতা পরিবারের পক্ষ থেকে কলকাতার বৃহত্তম ইকোপার্কে অনুষ্ঠিত হলো সাহিত্য আড্ডা ও বন ভোজন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণীর প্রাক্তন সঞ্চালিকা তথা কবি ও বাচিক শিল্পী চন্দনা দে সিনহা।এ মরু বিজয় সাহিত্যের কর্ণধর মৌসুমী মুখার্জী, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ রায় প্রমুখ।
চন্দনা দে বলেন”এই পরিবার শুধু সাহিত্য আড্ডা নয় শিক্ষামূলক ভ্রমণ,সমাজসেবামূলক, ম্যাগাজিন প্রকাশ নানাবিধ কাজ করে থাকে,আপনারাও যুক্ত হোন ।”
এদিন কবিতা পাঠ,আবৃত্তি,গান,নাচ, হাসকৌতক পরিবেশন করা হয়। নিউজ কলকাতা পরিবার ছাড়াও আগত অনেক দর্শনার্থীদের মন কে মাতিয়ে তোলে এই অনুষ্ঠান। অভিজিৎ বন্দোপাধ্যায় নামে দর্শনার্থী অনুষ্ঠানে মুগ্ধ হয়ে এই পরিবারের সঙ্গে যুক্ত হতে চান বলে জানিয়েছে, এছাড়াও নিউটাউন, কলকাতা,হাওড়া,দুই ২৪পরগনার বহু কবি ও সাহিত্যিক, লেখক, বাচিকশিল্পী বন্ধুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ও বাচিক শিল্পী নমিতা দেব।