ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর উদ্যোগে রবিবার পাইকপাড়ার মোহিত মঞ্চে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সম্মেলন
। যেখানে উপস্থিত ছিলেন কলকাতা তথা ভারত সহ শ্রীলঙ্কা, বাংলাদেশ নেপাল, মায়ানমারের জ্যোতিষী থেকে শুরু করে বিশিষ্টরা। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইস্টবেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক রংপক সাহা, বাগবাজার রামকৃষ্ণ মঠের মহারাজ ধর্মরূপানন্দ জি, বিশিষ্ট জ্যোতিষ বিশারদ পান্নালাল মুখার্জী সহ অনেকেই। জ্যোতিষশাস্ত্রের নামে যাতে কেউ মানুষ না ঠকান এদিনের সম্মেলন থেকে সেই বার্তা দেন মহারাজ ধর্মরূপানন্দ জি। তিনি বলেন ‘জ্যোতিষশাস্ত্রকে, অনেকেই বিশ্বাস করেন। সেই সুযোগে অনেকেই মানুষ ঠকিয়ে মুনাফা করে থাকেন। এই ধরণের চক্রান্ত থেকে দূরে থাকতে হবে। কেউ যাতে জ্যোতিষীর নামে ব্যবসার সুযোগ না পান সেদিকে নজর রাখতে হবে। সকলের দায়িত্ব এটা। প্রসঙ্গত, ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার মূলত, বেদ, বেদান্ত, পুরাণ, আয়ুর্বেদ, সাহিত্য, এ জ্যোতিষ, মীমাংসা, পালি, বৌদ্ধ, যোগ এবং প্রাচ্য বিষয়গুলির এ তুলনামূলক অধ্যায়নের চেতনায় সংস্কৃত শিক্ষার বিকাশ, সংরক্ষণ এবং অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত। সময়ের প্রয়োজন অনুযায়ী দক্ষতা উন্নয়ন। সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে চলেছে এটি। সংস্কৃত ভাষা চর্চা নিয়ে এদিন আলোচনা করা হয়। ইনস্টিটিউটের চেয়ারপারসন শ্রী শ্যামল ভট্টাচার্য বলেন, ” আমাদের অসম, বেঙ্গালুরু ছাড়াও বিভিন্ন দেশে যেমন বাংলাদেশ, নেপাল, মায়ানমারে আমাদের শাখা আছে এবং খুব শিগ্রই আরো শাখা খুলতে চলেছে।