অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে “অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ – ইন্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ” গত ২৬শে, ২৭শে ও ২৮শে জুলাই, ২০২৪ তারিখে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল।
ভারত ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওমান ও ভুটানের প্রায় ৬৫০০ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দ্য মার্শাল আর্টস একাডেমী, বর্ধমানের প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন যে এই প্রতিযোগিতায় এই সংস্থা থেকে মোট ২৮ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং কাতা ও কুমিতে বিভাগে মোট ৪০ টি পদক (৯টি সোনা, ১১টি রুপো এবং ২০টি ব্রোন্জ) জয়লাভ করে ।
উল্লেখ্য, ইশানি গুপ্তা, শ্রেয়সী ঘোষ এবং মেঘনা রায় কাতা ও কুমিতেতে ২টি করে স্বর্ণপদক জয়লাভ করেছে। এছাড়া, অয়ন্তিকা সাহা, মণিমালা দাস এবং বৈদ্যুতি মন্ডল একটি করে স্বর্ণপদক জয়লাভ করে।
বর্ধমানের ক্যারাটে খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের সাফল্যে সকলে খুব খুশি।