ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখার মিলনোৎসব
সেখ সামসুদ্দিন, ১৬ ডিসেম্বরঃ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা শাখার মিলনোৎসব আয়োজিত হয় বর্ধমান পান্থশালায় এক আনন্দময় পরিবেশে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এক অন্য মাত্রা দেন পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। তিনি বলেন, সারা বছরে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে এই সুন্দর আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এদিন তিনি সব সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ ও বনভোজনের প্রস্তাব রাখেন। উপস্থিত সাংবাদিকরা এই প্রস্তাবকে স্বাগত জানান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়, জগন্নাথ ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান, জেলার সাধারণ সম্পাদক অরূপ লাহা, সভাপতি স্বপন মুখার্জী সহ সদস্যবৃন্দ এবং সাংবাদিক পরিবারের সদস্যগণ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সম্পাদক অরূপ লাহা, বক্তব্য রাখেন তারকনাথ রায়, পার্থ চৌধুরী এবং শ্যামাপ্রসাদ চৌধুরী প্রমুখ। এদিনের মিলনোৎসবের মঞ্চে শিশু থেকে বৃদ্ধ রা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন। যার মধ্যে ছিলেন সৃজা ব্যানার্জী, অনুজা ব্যানার্জী, অস্মিতা বসু, অহংজিৎ বসু, অহনদীপ লাহা, আয়ূষ দাস, প্রাপ্তি রায় সহ অন্যরা। নীলম কুন্ডুর পরিচালনায় পরিবেশিত হয় নৃত্য। সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক। এছাড়াও আগামীদিনের জন্য শুভেচ্ছা জানানো হয় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ আমনদীপ গোস্বামীকে। সংগঠনের সাধারণ সম্পাদক অরূপ লাহা জানান, শতাব্দী প্রাচীন সংগঠনের প্রথা মেনেই এই আয়োজনে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। তিনি জানান; আগামী ২১ ডিসেম্বর শরণ্যা মাল্টিস্পেশালিটি হাসপাতালের ব্যবস্থাপনায়, আই জে এ’ র উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে। এতে সাংবাদিক সহ অন্যদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা থাকবে।